প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দশমিনা পটুয়াখালীতে Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় দেশের ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দেশের যুব, শ্রমিক, নারী, প্রতিবন্ধী, অনগ্রসর ও সুবিধাবঞ্চিতদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে সরকারি খরচে ০৩ মাস/৩৬০ ঘন্টা মেয়াদী মে-জুলাই/২০২৪খ্রিঃ সেশনে নিম্ন বর্ণিত অকুপেশন / কোর্সে প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে।
ক্রমিক নং |
অকুপেশন সমূহ |
স্কিল লেভেল |
আসন সংখ্যা |
শিক্ষাগত যোগ্যতা |
বয়স |
ক্লাশের সময় |
মন্তব্য |
০১ |
কম্পিউটার অপারেশন |
3 |
২০ জন |
এস.এস.সি বা সমমান |
১৮-৪০ বছর |
দুপুর ২.০০ ঘটিকা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত |
নিয়মিত ক্লাশ করতে না পারলে আবেদন করা প্রয়োজন নাই। |
০২ |
গ্রাফিক্স ডিজাইন |
3 |
২০ জন |
এস.এস.সি বা সমমান ও কম্পিউটার জ্ঞান সম্পন্ন। |
ফরম বিতরন ও জমা দানের কার্যক্রম :-
অপেক্ষমান তালিকা হতে ০৬/০৫/২০২৪খ্রিঃ তারিখ প্রশিক্ষণ শাখায়।
প্রশিক্ষণ কার্যক্রম শুরু : ০৭/০৫/২০২৪খ্রিঃ মঙ্গলবার দুপুর ০২.০০ ঘটিকায়।
ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র :-
১। সদ্যতোলা পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি।
২। NID/Birth Registration Certificate এর ফটোকপি।
৩। শিক্ষাগত যোগ্যতার সনদরে ফটোকপি।
৪। প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রমানে সমাজসেবা/ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক সনদপত্রের সত্যায়িত কপি ।
সুবিধা সমূহ :-
১। নিয়মিত উপস্থিতি সাপেক্ষে সাধারণ প্রশিক্ষণার্থীগণকে প্রতিমাসে ১৫০০ টাকা এবং নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রশিক্ষণার্থীগণকে প্রতিমাসে ২০০০ টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।
২। যাতায়াত ভাতা হিসেবে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক ৮০ টাকা হারে মাসিক সর্বোচ্চ ১৭৬০ টাকা প্রদান করা হবে।
৩। প্রশিক্ষণার্থীদের উপস্থিতি Facial Recognition Camera এবং Biometric এর মাধ্যমে নিশ্চিত করা হবে।
৪। একজন প্রশিক্ষণার্থী একই কোর্সের উচ্চতর প্রশিক্ষণ নিতে পারবে তবে একাধিক কোর্স বা অকুপেশনে প্রশিক্ষণ নিতে পারবে না।
৫। সকল ধরণের সম্মানী ও প্রশিক্ষণ ভাতা ব্যাংকিং চ্যানেলে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে।
৬। NTVQF / BNQF পদ্ধতিতে BTEB/NSDA এর CS অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা হবে।
৭। প্রশিক্ষণ শেষে সফলভাবে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের Affiliated Short Courses of Ministry Affiliation (BMET) এর সনদ প্রদান করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস